Message: Return type of CI_Session_files_driver::open($save_path, $name) should either be compatible with SessionHandlerInterface::open(string $path, string $name): bool, or the #[\ReturnTypeWillChange] attribute should be used to temporarily suppress the notice
Message: Return type of CI_Session_files_driver::close() should either be compatible with SessionHandlerInterface::close(): bool, or the #[\ReturnTypeWillChange] attribute should be used to temporarily suppress the notice
Message: Return type of CI_Session_files_driver::read($session_id) should either be compatible with SessionHandlerInterface::read(string $id): string|false, or the #[\ReturnTypeWillChange] attribute should be used to temporarily suppress the notice
Message: Return type of CI_Session_files_driver::write($session_id, $session_data) should either be compatible with SessionHandlerInterface::write(string $id, string $data): bool, or the #[\ReturnTypeWillChange] attribute should be used to temporarily suppress the notice
Message: Return type of CI_Session_files_driver::destroy($session_id) should either be compatible with SessionHandlerInterface::destroy(string $id): bool, or the #[\ReturnTypeWillChange] attribute should be used to temporarily suppress the notice
Message: Return type of CI_Session_files_driver::gc($maxlifetime) should either be compatible with SessionHandlerInterface::gc(int $max_lifetime): int|false, or the #[\ReturnTypeWillChange] attribute should be used to temporarily suppress the notice
স্পেনের বিশ্বকাপ বাছাইপর্বে তুরস্কের বিপক্ষে দুর্দান্ত খেলায় ৬-০ গোলে বড় জয়লাভ করল। মিকেল মেরিনোর হ্যাটট্রিক ও পেদ্রির জোড়া গোলের দিনে স্পেন ছয় গোল তুলে গ্রুপ ই’র শীর্ষে উঠে এসেছে। এছাড়া, তরেস ওয়ারিও একটি গোল করেন।
ম্যাচের ষষ্ঠ মিনিটে পেদ্রি দলের জন্য প্রথম গোল করেন। এরপর ২২ মিনিটে মেরিনো পেনাল্টি থেকে গোল করেন এবং প্রথমার্ধের শেষদিকে দ্বিতীয় গোলটি করেন। দ্বিতীয়ার্ধে তরেস ও মেরিনো গোল বাড়িয়ে স্পেনের জয় নিশ্চিত করেন। ৬২ মিনিটে পেদ্রি ষষ্ঠ গোলটি করেন।
অন্যদিকে, বিশ্বকাপ বাছাইয়ের প্রথম ম্যাচে হারার পর জার্মানি নর্দার্ন আয়ারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে স্বস্তি পায়। ম্যাচের শুরুতেই সের্গে জিনাব্রি গোল করেন, যদিও নর্দার্ন আয়ারল্যান্ডের ইসাক প্রাইস সমতা ফেরান। দ্বিতীয়ার্ধে ডেভিড রাউমের পাসে নাদিম আমিরি এবং ফ্রি-কিকে ফ্লোরিয়ান ভার্টজ জার্মানির জয় নিশ্চিত করেন।
২০২৬ বিশ্বকাপই কি হতে চলেছে লিওনেল মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ অধ্যায়? দীর্ঘদিন ধরেই এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে ভক্তদের মনে। বয়স ও শারীরিক সামর্থ্য বিবেচনায় মেসিও জানিয়েছেন, তিনি নিশ্চিত নন বিশ্বকাপের পর জাতীয় দলে আর খেলবেন কি না। তবে তার দীর্ঘদিনের সতীর্থ অ্যাঞ্জেল ডি মারিয়ার কথায় নতুন করে আশার সঞ্চার হয়েছে।
সম্প্রতি আর্জেন্টাইন ক্রীড়া মাধ্যম টিওয়াইসি স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে ডি মারিয়া স্পষ্ট ভাষায় বলেন, “লিও এখনো অবসর নেয়নি। এটা ছিল শুধু শেষ হোম কোয়ালিফায়ার ম্যাচ। সামনে তার জন্য বিশ্বকাপ রয়েছে, এবং আমি নিশ্চিত সে আরও কিছু ম্যাচ খেলবে। আমার কাছে এটা কোনো বিদায় নয়। সে এখনো আমাদের সঙ্গেই আছে, এই কারণেই আমি নিজেও শেষ ম্যাচে বিদায়ী ভাব নিয়ে যাইনি।”
বিশ্বকাপ বাছাই পর্বে ভেনেজুয়েলার বিপক্ষে আর্জেন্টিনার হোম ম্যাচটিকে ঘিরে শুরু হয়েছিল মেসির বিদায়ের গুঞ্জন। বুয়েনস আয়ার্সের এস্তাদিও মনুমেন্টালে অনুষ্ঠিত আবেগঘন সেই ম্যাচের পর নানা জল্পনা ছড়িয়ে পড়ে এটাই কি মেসির দেশের মাটিতে শেষ প্রতিযোগিতামূলক ম্যাচ? নিজেই সেই ইঙ্গিত দিয়ে ভক্তদের উদ্বিগ্ন করে তুলেছিলেন মেসি। তবে ডি মারিয়ার মন্তব্যে আপাতত কিছুটা স্বস্তি পাচ্ছেন ভক্ত সমর্থকরা।
আন্তর্জাতিক ক্যারিয়ারে মেসির অর্জন অবিস্মরণীয়। এখন পর্যন্ত আর্জেন্টিনার জার্সিতে তিনি ১৯৪টি ম্যাচ খেলে করেছেন ১১৪টি গোল, দেশের হয়ে সর্বোচ্চ। তিনি আটবারের ব্যালন ডি’অর জয়ী এবং ২০২২ কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার তৃতীয় বিশ্ব শিরোপা জয়েও রেখেছেন প্রধান ভূমিকা। এরপর ২০২৪ কোপা আমেরিকা জয়ের পর থেকেই তার অবসর নিয়ে গুঞ্জন আরও তীব্র হয়।
যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিতব্য ২০২৬ বিশ্বকাপে খেলবেন কি না, সে বিষয়ে এখনও শতভাগ নিশ্চয়তা দেননি মেসি। তবে সতীর্থদের বিশ্বাস, ‘আর্জেন্টিনার ফুটবল ঈশ্বর’কে আন্তর্জাতিক ফুটবলে আরও কিছুদিন দেখা যাবে। ডি মারিয়ার মতো সমর্থকরাও এখন চান, মেসি যেন আরও একবার বিশ্বমঞ্চে জাদু দেখান।
অক্টোবরে যুক্তরাষ্ট্র সফরে দুটি প্রীতি ম্যাচ খেলবে মেসির আর্জেন্টিনা
অবশেষে অক্টোবর ফিফা উইন্ডোর ম্যাচ সূচি চূড়ান্ত করেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। লিওনেল মেসির দল যুক্তরাষ্ট্রে দুটি প্রীতি ম্যাচ খেলবে প্রথমটি ভেনেজুয়েলার বিপক্ষে, দ্বিতীয়টি পুয়ের্তো রিকোর বিপক্ষে।
এর আগে আলোচনায় ছিল, আর্জেন্টিনা চীনে সফর করতে পারে। মেক্সিকোর বিপক্ষেও একটি ম্যাচ আয়োজনের সম্ভাবনা তৈরি হয়েছিল। তবে চুক্তিগত জটিলতার কারণে সে পরিকল্পনা বাস্তবায়ন হয়নি। শেষ পর্যন্ত পরিচিত প্রতিপক্ষ ভেনেজুয়েলা এবং তুলনামূলক দুর্বল দল পুয়ের্তো রিকোর বিপক্ষেই মাঠে নামবে লা আলবিসেলেস্তেরা।
অক্টোবরের ১০ তারিখ মায়ামির হার্ড রক স্টেডিয়ামে ভেনেজুয়েলার মুখোমুখি হবে আর্জেন্টিনা। এই স্টেডিয়ামেই ২০২৪ কোপা আমেরিকার ফাইনালে জয়ের মাধ্যমে চ্যাম্পিয়ন হয় মেসি-আলভারেজরা। মাত্র কয়েকদিন আগেই বিশ্বকাপ বাছাইয়ে ভেনেজুয়েলাকে ৩–০ গোলে হারিয়েছিল স্কালোনির দল। ফলে এবারের ম্যাচটিকে অনেকেই দেখছেন এক ধরনের রিম্যাচ হিসেবে।
১৩ অক্টোবর শিকাগোর সোলজার ফিল্ড স্টেডিয়ামে দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে আর্জেন্টিনা। প্রতিপক্ষ পুয়ের্তো রিকো, যারা বর্তমানে ফিফা র্যাঙ্কিংয়ে ১৫৭তম অবস্থানে রয়েছে এবং বিশ্বকাপের বাছাইপর্ব থেকে ছিটকে গেছে আগেই। কাগজে-কলমে আর্জেন্টিনার জন্য এটি একটি সহজ পরীক্ষা বলেই ধরা হচ্ছে।
এই দুই ম্যাচ শেষ করে নভেম্বর ফিফা উইন্ডোতে আফ্রিকা ও এশিয়া সফরে যাবে আর্জেন্টিনা। ১০ থেকে ১৮ নভেম্বরের মধ্যে তারা খেলবে অ্যাঙ্গোলার রাজধানী লুয়ান্ডা এবং ভারতের কেরালায়। তবে এসব ম্যাচের প্রতিপক্ষ এখনো চূড়ান্ত হয়নি।
এই প্রীতি ম্যাচগুলো আর্জেন্টিনার জন্য শুধু আনুষ্ঠানিকতা নয়, বরং ২০২৬ বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে দেখা হচ্ছে। লিওনেল মেসি, জুলিয়ান আলভারেজ, থিয়াগো আলমাদারা এই ম্যাচগুলোর মাধ্যমে ছন্দে ফিরতে চাইবেন। কোচ স্কালোনিও দলে নতুন মুখ পরীক্ষা করে নেওয়ার সুযোগ পাবেন এই ম্যাচগুলোতে।
হুমকির অভিযোগে তামিমকে ঘিরে বিতর্ক, তামিম বললেন আমি নির্ভীক
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচন ঘিরে শুরু হয়েছে বিতর্ক। বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল দাবি করেছেন, তিনি অজ্ঞাত নম্বর থেকে হুমকি ফোন পেয়েছেন। যেহেতু আসন্ন নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বী হতে যাচ্ছেন তামিম ইকবাল, তাই অভিযোগের আঙুল ঘুরে গেছে তার দিকেই। তবে অভিযোগটি একেবারেই অস্বীকার করেছেন তামিম।
এক অনুষ্ঠানে তামিম বলেন, “আমি ক্রিকেটার, সন্ত্রাসী নই (হাসি)। যদি সত্যিই এমন কিছু হয়ে থাকে, তাহলে সেটা দুঃখজনক। তবে বিষয়গুলো স্পষ্টভাবে বলা দরকার। মাঝেমধ্যে বুলবুল ভাইয়ের মন্তব্যে বিভ্রান্তি তৈরি হয়।”
হুমকির বিষয়ে তামিম বলেন, “যদি কল এসে থাকে, তাহলে নিশ্চয়ই নম্বরটাও থাকবে। দেশে যথেষ্ট গোয়েন্দা সক্ষমতা আছে, সহজেই খুঁজে বের করা সম্ভব। নিরাপত্তা নিয়ে শঙ্কা থাকলে, নম্বরসহ বিস্তারিত দিয়ে চিঠি দেওয়া উচিত। আর যদি কিছু না ঘটে থাকে, সেটাও স্পষ্টভাবে জানানো দরকার।”
তামিম আরও বলেন, “জিডি করার সুযোগ আছে। কিন্তু মাঝপথে রেখে দিলে শুধু বিভ্রান্তি তৈরি হয়।”
বিসিবি সভাপতির দায়িত্বে বুলবুলের কাজ নিয়ে সরাসরি কোনো মন্তব্য করতে চাননি তামিম। তিনি বলেন,“আমি শুনেছি উনি অনেক কাজ করছেন। তবে সেভাবে চোখে পড়েনি। তিন মাস খুব কম সময়, ইতিবাচক বা নেতিবাচক—কোনোটাই এখন বলা সঠিক হবে না।”
ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচটি ছিল আর্জেন্টিনার মাটিতে লিওনেল মেসির শেষ প্রতিযোগিতামূলক ম্যাচ। এমন এক ঐতিহাসিক মুহূর্তে আবেগ ধরে রাখতে পারেননি কোচ লিওনেল স্কালোনি। একে তো জাতীয় দলে মেসির সাবেক সতীর্থ, আবার কোচ হিসেবে অর্জিত সব সাফল্যের মূলেই তো মেসির অবদান। সংবাদ সম্মেলনে সেই আবেগ চোখের জলে প্রকাশ পেল স্কালোনির।
৩–০ গোলে জয়ের ম্যাচে মেসি করেন জোড়া গোল। এরপর স্কালোনি বলেন, “আমরা সবাই একসঙ্গে ছিলাম, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। লিও যদি রোজারিওতে একটি ম্যাচ খেলতে পারত, দারুণ লাগত। তবে সেটা এএফএ ঠিক করবে।”
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) ২০২৬ বিশ্বকাপের আগে মেসির জন্য দেশের মাটিতে একটি প্রীতি ম্যাচ আয়োজনের পরিকল্পনা করছে বলে জানিয়েছে, লা নাসিওন।
তবে সামনে আরও একটি বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ বাকি। বাংলাদেশ সময় বুধবার সকালে আর্জেন্টিনা খেলবে ইকুয়েডরের বিপক্ষে। তবে সেই ম্যাচে থাকছেন না মেসি। স্কালোনি জানান, “মেসি ইকুয়েডরে যাচ্ছে না। শেষ দিকে ক্লান্ত ছিল। ম্যাচটা আবেগের ছিল, তাই আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম ওকে পুরোটা খেলাবো। এবার ওর পরিবারের সঙ্গে সময় কাটানো প্রাপ্য।”
মেসিও জানিয়েছেন, কোচের সঙ্গে আলোচনা করেই ম্যাচে না খেলার সিদ্ধান্ত নিয়েছেন। “আমি সবে চোট থেকে ফিরেছি। এখন ভালো লাগলেও পরের ম্যাচগুলোর জন্য ফিট থাকতে চাই,” বলেন মেসি।
এই সিদ্ধান্তে কনমেবল অঞ্চলে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ডটি ভাগাভাগি করে নিতে হচ্ছে তাঁকে। ইভান হুর্তাদোর ৭২ ম্যাচের রেকর্ড স্পর্শ করলেও শেষ ম্যাচ খেললে এককভাবে রেকর্ডটি নিজের করতেই পারতেন মেসি।
ম্যাচশেষে সতীর্থদের আবেগও ছিল চোখে পড়ার মতো। গোল করার পর প্রায় সবাই মেসিকে জড়িয়ে ধরেন। হুলিয়ান আলভারেজ বলেন, “শট নিতে পারতাম, কিন্তু মেসিকে দেখে পাস দিই। তাঁর সঙ্গে খেলাটা সম্মানের।”
লাওতারো মার্তিনেজ বলেন, “এটা শুধু একটা ম্যাচ নয়, এক আবেগঘন স্মৃতি। মানুষ হিসেবে, নেতা হিসেবে মেসি আমাদের জন্য যা করেন, তা ভাষায় প্রকাশ করা যায় না।”
মেসির ঘনিষ্ঠ সতীর্থ রদ্রিগো দি পল বলেন, “সে ২০ বছর ধরে দেশের হয়ে খেলেছে। শেষটা আসছে সামনে। এটাই জীবন। সে নিজের ভালোবাসার কাজটা ছেড়ে দিচ্ছে। সে সব কিছু জিতেছে, নিজের সর্বস্ব দিয়ে মানুষকে আনন্দ দিয়েছে।”
২০২৬ ফিফা বিশ্বকাপে অংশ নিতে উরুগুয়ে, কলম্বিয়া ও প্যারাগুয়েরার স্থান নিশ্চিত
অনলাইন ডেস্কপ্রকাশ :
৫ সেপ্টেম্বর ২০২৫, ০২:২০ পি এম
২০২৬ সালের ফিফা বিশ্বকাপ অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো মিলিত আয়োজনে। আগেই লাতিন আমেরিকার আর্জেন্টিনা, ব্রাজিল ও ইকুয়েডর তাদের বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছিল। এবার আরও তিনটি দেশের বিশ্বকাপে খেলার সুযোগ নিশ্চিত হলো।
লাতিন আমেরিকা আঞ্চলিক বাছাইপর্বের শেষের আগের রাউন্ডে বৃহস্পতিবার উরুগুয়ে, কলম্বিয়া ও প্যারাগুয়ে বিশ্বকাপের মূল পর্বে খেলার স্থান নিশ্চিত করেছে। উরুগুয়ে ৩-০ গোলে পেরুকে হারিয়েছে, কলম্বিয়া একই ব্যবধানে বলিভিয়াকে পরাজিত করেছে, আর প্যারাগুয়ে ইকুয়েডরের সঙ্গে গোলশূন্য ড্র করেও বিশ্বকাপের টিকিট অর্জন করেছে।
এভাবে লাতিন আমেরিকার আট দলের মধ্যে ছয়টি দেশ ২০২৬ বিশ্বকাপে অংশগ্রহণ নিশ্চিত করল।
মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে বৃহস্পতিবার অনুষ্ঠিত হলো ক্রিকেটারদের মিলনমেলা এবং কোয়াব (ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ) নির্বাচন। এ নির্বাচনে দেশের সাবেক ও বর্তমান ক্রিকেটারদের উপস্থিতিতে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
এই আয়োজনে সকলের মনোযোগের কেন্দ্রবিন্দু ছিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। সাদা পাঞ্জাবি পরে ভোট দিতে আসা তামিম জানান, তিনি এবার কোয়াব নির্বাচনে অংশ নিচ্ছেন না। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, "আপনারা জানেন আমি কী কারণে আসিনি। আশা করি আপনারা বুঝতে পারবেন।" তামিমের এই মন্তব্যে ইঙ্গিত পাওয়া যায় যে তার এই সিদ্ধান্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচনের সঙ্গে সম্পর্কিত হতে পারে। যদি তিনি বিসিবির সভাপতি বা পরিচালক হিসেবে নির্বাচিত হন, তবে স্বার্থের সংঘাতের কারণে কোয়াব কমিটিতে থাকা সম্ভব হবে না।
এবারের কোয়াব নির্বাচনে সভাপতি পদে লড়ছেন সাবেক ক্রিকেটার সেলিম শাহেদ এবং বর্তমান ক্রিকেটার মোহাম্মদ মিঠুন। এছাড়া, ১০টি পদে কোনো প্রতিদ্বন্দ্বিতা নেই।
তামিম বিশ্বাস করেন যে কোয়াবের পরিচালনায় কিছু সমস্যা থাকলেও আগামী দুই বছরে তা ঠিক করা সম্ভব। তিনি বলেন, "আমাদের মূল ইচ্ছা ছিল নির্বাচনটি হয়ে যাক এবং কমিটি গঠিত হোক। তাদের হাতে দুই বছর সময় থাকবে সবকিছুকে সঠিকভাবে পরিচালনার জন্য।" এই মন্তব্যের মাধ্যমে তামিম ইঙ্গিত দিয়েছেন যে তিনি কেবল ক্রিকেটীয় দায়িত্ব নয়, বরং প্রশাসনিক ভূমিকা নিয়েও দেশীয় ক্রিকেটের উন্নয়নে কাজ করার পরিকল্পনা করছেন।
বিদায়ের সুর বাজছে ‘মেসির কোনো উত্তরসূরি নেই’, স্কালোনি
গোযাঁর শুরু আছে, তাঁর শেষও আছে এটাই জগতের চিরন্তন নিয়ম। এবং লিওনেল মেসির অনবদ্য ক্যারিয়ারও এখন ধূলিলগ্নে।
বাংলাদেশ সময় আগামীকাল ভোরে আর্জেন্টিনা মুখোমুখি হচ্ছে ভেনেজুয়েলার। বুয়েনস এইরেসের এস্তাদিও মনুমেন্তালে বিশ্বকাপ বাছাইপর্বের এই ম্যাচটিই হতে যাচ্ছে দেশের মাটিতে মেসির শেষ বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ। কে জানে, হয়তো আর্জেন্টিনার জার্সিতে দেশের মাঠে এটিই মেসির শেষ ম্যাচ!
এই সম্ভাবনা ঘিরেই আর্জেন্টাইন সমর্থকদের মনে এক গভীর আবেগের স্রোত বইছে। বিশ্বকাপজয়ী এই কিংবদন্তিকে বিদায় জানানোর ভাবনাতেই চোখে জল এসে যাচ্ছে অনেকের। তাঁদের মধ্যে আছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনিও। গত রাতের সংবাদ সম্মেলন যেন এক আবেগঘন স্মৃতিচারণার মুহূর্তে পরিণত হয়েছিল। সেখানে স্কালোনি স্পষ্ট করে জানিয়ে দেন, মেসির উত্তরসূরি খুঁজে পাওয়া সম্ভব নয়।
খেলোয়াড়ি জীবনে একসময় মেসির সতীর্থ ছিলেন স্কালোনি। সেই স্মৃতি মনে করে আবেগ ধরে রাখতে পারেননি তিনি, চোখ ভিজে আসে তাঁর। এক পর্যায়ে এক সাংবাদিকও আবেগে আপ্লুত হয়ে পড়েন। পরিস্থিতি হালকা করতে স্কালোনি মজা করে বলেন,‘আপনি কি কাঁদছেন? আমার তো এটা উদ্দেশ্য ছিল না!’
সাংবাদিক তখন বলেন,‘আপনি আমাকে জীবনের সবচেয়ে বড় আনন্দ উপহার দিয়েছেন।’এই কথায় আরও আবেগপ্রবণ হয়ে পড়েন স্কালোনি, তাঁর কণ্ঠ কেঁপে ওঠে।
৪৭ বছর বয়সী এই কোচ বলেন,‘আমি ওর সঙ্গে খেলেছি। শুধু বলটা ওকে পাস দেওয়াটাই আমার জন্য এক অসাধারণ অভিজ্ঞতা ছিল। বিশ্বকাপে ওর পাশে থাকা, আর ওকে ট্রফি উঁচিয়ে ধরতে দেখা, এটা ছিল হৃদয়ছোঁয়া মুহূর্ত। সময়ের সঙ্গে আমরা এর প্রকৃত গুরুত্ব আরও গভীরভাবে বুঝব। আগামীকাল দিনটা হবে আবেগে ভরপুর। তবে আমি চাই, আর্জেন্টিনায় এটা যেন ওর শেষ ম্যাচ না হয়। আমরা সবকিছু করব যেন ওর আরেকটা ম্যাচ খেলার সুযোগ থাকে। কারণ, ও এটা প্রাপ্য।’
২০২৬ বিশ্বকাপে মেসির বয়স হবে ৩৯ এর ওপরে। ইতোমধ্যে তিনি ইঙ্গিত দিয়েছেন, বিশ্বকাপের পর জাতীয় দল থেকে অবসর নিতে পারেন। তাহলে কি মেসির পর আর্জেন্টিনা আর এমন কাউকে পাবে? স্কালোনির সোজাসাপটা উত্তর,‘না, এমন কেউ হবে না। হবেও না। আর্জেন্টিনা বা বিশ্ব ফুটবলে মেসির বিকল্প নেই। কেউ কেউ আসবে, যারা নিজেদের মতো করে ইতিহাস লিখবে। কিন্তু এত দীর্ঘ সময় ধরে, এত ধারাবাহিকভাবে কেউ কখনো এমন কিছু করতে পারেনি। মেসি অতুলনীয়। ওর কোনও প্রতিদ্বন্দ্বী নেই।’
২০ বছরের দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে মেসি আর্জেন্টিনার হয়ে খেলেছেন ১৯৩টি ম্যাচ, গোল করেছেন ১১২টি। তাঁর ঝুলিতে এখন চারটি আন্তর্জাতিক ট্রফি,কোপা আমেরিকা ২০২১, ২০২৪,
ফিনালিসিমা ২০২২, বিশ্বকাপ ২০২২
এই অর্জনই তাঁকে এনে দিয়েছে ‘অমরত্বের স্বাদ’। আর আমাদের রেখে যাচ্ছে এক অপূরণীয় শূন্যতার দ্বারপ্রান্তে।
ব্যাট হাতে ধারাবাহিক পারফরম্যান্সের পুরস্কার হিসেবে এখন তিনি দেশের টি-টোয়েন্টি ইতিহাসে সবচেয়ে বেশি ফিফটির মালিক।
আন্তর্জাতিক টি–টোয়েন্টি ক্রিকেটে লিটনের অর্ধশতকের সংখ্যা এখন ১৪। এতদিন এই রেকর্ডটি ছিল সাকিব আল হাসানের দখলে, যিনি করেছেন ১৩টি ফিফটি। তবে লিটন এই মাইলফলক ছুঁয়েছেন মাত্র ১১০ ম্যাচে, যেখানে সাকিবের প্রয়োজন হয়েছিল ১২৯টি ম্যাচ।
বাংলাদেশের পক্ষে আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে দুই অঙ্কের ফিফটির কৃতিত্ব দেখিয়েছেন কেবল এই দুই ব্যাটার। ওপেনার হিসেবে লিটনের ধারাবাহিকতা তাকে শুধু পরিসংখ্যানের শীর্ষে পৌঁছে দেয়নি, বরং ভবিষ্যতের জন্যও তৈরি করেছে এক দৃঢ় ভরসার প্রতীক।
এদিকে, লিটনের সাম্প্রতিক পারফরম্যান্সের প্রভাব পড়েছে আইসিসি র্যাংকিংয়েও। তার ব্যাটিংয়ে যে আত্মবিশ্বাস ও পরিপক্বতা দেখা যাচ্ছে, তা নিঃসন্দেহে বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে তাকে আরও আলোকিত করছে।
নেদারল্যান্ডসের বিপক্ষে প্রথম দুই ম্যাচ জিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ইতোমধ্যেই নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। এবার লক্ষ্য হোয়াইটওয়াশ। সেই লক্ষ্য নিয়েই বুধবার (৩য় ও শেষ টি-টোয়েন্টি) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মাঠে নামবে স্বাগতিক বাংলাদেশ দল।
প্রথম দুই ম্যাচে যথাক্রমে ৮ ও ৯ উইকেটে জয় পেয়েছিল টাইগাররা। এর মধ্য দিয়ে নেদারল্যান্ডসের বিপক্ষে প্রথমবারের মতো দ্বিপক্ষীয় টি-টোয়েন্টি সিরিজ জিতলো বাংলাদেশ। দুই দলের এটি ছিল দ্বিতীয় দ্বিপক্ষীয় টি-টোয়েন্টি সিরিজ; এর আগে ২০১২ সালে ডাচদের মাটিতে অনুষ্ঠিত দুই ম্যাচের সিরিজ ১-১ সমতায় শেষ হয়েছিল। ওই সিরিজে পাওয়া জয়টিই এখন পর্যন্ত বাংলাদেশের বিপক্ষে নেদারল্যান্ডসের একমাত্র জয়।
সিরিজ জয় নিশ্চিত হওয়ায় শেষ ম্যাচে একাদশে একাধিক পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে বোলিং বিভাগে পরিবর্তন আসতে পারে।
তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমানকে বিশ্রাম দেওয়া হতে পারে। এ সুযোগে একাদশে ফিরতে পারেন মোহাম্মদ সাইফউদ্দিন।
এছাড়া ব্যাটিং লাইনআপেও কিছু পরিবর্তন দেখা যেতে পারে। শামীম হোসেন পাটোয়ারী ও নুরুল হাসান সোহান সুযোগ পেতে পারেন, যদিও বিষয়টি এখনো নিশ্চিত নয়। কারণ, আগের দুই ম্যাচে একাদশে থাকা তাওহীদ হৃদয় ও জাকের আলি অনিক ব্যাট করার সুযোগই পাননি। তাই তাদেরও পরখ করে দেখতে চাইবে টিম ম্যানেজমেন্ট।
বিশ্বকাপ জয়ের স্বপ্ন বাস্তবে রূপ দিয়েছেন। আর্জেন্টিনার জার্সিতে গড়েছেন ইতিহাসের সোনালি অধ্যায়। তবু সময় তো থেমে থাকে না। ফুটবলবিশ্বের শ্রেষ্ঠতম খেলোয়াড়দের একজন লিওনেল মেসি এখন ক্যারিয়ারের শেষ প্রান্তে।
ভেনেজুয়েলার বিপক্ষে আসন্ন বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচটি হতে পারে দেশের মাটিতে তার শেষ প্রতিযোগিতামূলক খেলা, এমন সম্ভাবনায় শঙ্কিত পুরো আর্জেন্টিনা। সাবেক সতীর্থ ও গোলরক্ষক ফ্রাঙ্কো আরমানি তাই স্পষ্ট করেই বলেছেন, “মেসির বিদায়ের জন্য কেউই এখনো মানসিকভাবে প্রস্তুত নয়।”
২০০৫ সালে আর্জেন্টিনার জাতীয় দলে অভিষেকের পর কেটে গেছে দুই দশক। এই সময়ের মধ্যে মেসি তার জাতিকে উপহার দিয়েছেন বিশ্বকাপ, দুটি কোপা আমেরিকা ও একটি অলিম্পিক স্বর্ণপদক। জাতীয় দলের হয়ে ১৯৩ ম্যাচে করেছেন ১১২টি গোল, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।
তবে বয়স এখন ৩৮। নিজেই বলছেন, ২০২৬ বিশ্বকাপের পর হয়তো আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলবেন। আর তাই ভেনেজুয়েলার বিপক্ষে আগামী বৃহস্পতিবারের ম্যাচটিকে দেখছেন ‘বিশেষ’ হিসেবে। তার ভাষায়, “এটা আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ ম্যাচ। পুরো পরিবার থাকবে, কারণ এটা হতে পারে আমার শেষ বাছাইপর্বের ম্যাচ। এরপর কী হবে, জানি না।”
আর্জেন্টিনার সাবেক গোলরক্ষক আরমানির প্রত্যাশা, মেসি যেন এখনই অবসর না নেন। তিনি বলেন,“আমি চাই, সে যেন আরও সময় নেয় সিদ্ধান্ত নেওয়ার জন্য। কারণ, আমরা কেউই এখনও তাকে বিদায় জানানোর মতো মানসিকভাবে প্রস্তুত নই।”
মেসি এরই মধ্যে জানিয়েছেন, ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত খেলার ইচ্ছা আছে তার। লক্ষ্য একটাই চ্যাম্পিয়ন হয়ে শিরোপা ধরে রাখা। তবে এরপর কী হবে, সে বিষয়ে তিনি এখনো সিদ্ধান্ত নেননি।
ফলে এখন পুরো আর্জেন্টিনা এবং ইন্টার মায়ামির সমর্থকদের একটাই প্রার্থনা‘মেসি যেন আমাদের হৃদয়ের মঞ্চে আরও কিছুদিন ফুটবল নামের জাদু ছড়ান।’
আগামী ৬ ও ৯ সেপ্টেম্বর নেপালের কাঠমান্ডুতে স্বাগতিকদের বিপক্ষে দুই প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। নেপাল দল ঘোষণা করেছে। কিন্তু বাংলাদেশ এখনো চূড়ান্ত দল ঘোষণা করতে পারেনি। সবার আগে অনুশীলন শুরু করলেও খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছিল ফুটবল ক্যাম্প। সোমবার কিংসের ফুটবলাররা যোগ দিয়েছেন। তবে হামজা চৌধুরীকে নিয়ে ছিল অনিশ্চয়তা। অবশেষে জানা গেল, নেপালের বিপক্ষে দুই প্রীতি ম্যাচ খেলা হচ্ছে না হামজার।
গত জুনে ভুটানের বিপক্ষে প্রীতি ফুটবল ম্যাচে খেলেছিলেন হামজা। এরপর সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে ছিলেন তিনি। নেপালের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ বলে কানাডাপ্রবাসী শমিত সোম খেলবেন না বলে আগেই জানিয়ে দিয়েছেন। বাফুফে আশায় ছিল হামজাকে হিমালয়ের দেশে নিতে। কিন্তু শেষ পর্যন্ত সেটিও আলোর মুখ দেখেনি।
সোমবার অনুশীলনের মাঝে হ্যাভিয়ের ক্যাবরেরাকে হামজা প্রসঙ্গে জিজ্ঞেস করলে তিনি বল ঠেলে দেন ম্যানেজমেন্টের দিকে। যদিও তার বক্তব্যে অনেকটাই ধারণা পাওয়া গিয়েছিল, আসন্ন দুই ম্যাচের জন্য হামজাকে পাচ্ছে না বাংলাদেশ।
উল্লেখ্য, দুটি প্রীতি ম্যাচ খেলার জন্য বাংলাদেশ দল ৩ সেপ্টেম্বর কাঠমান্ডুর উদ্দেশ্যে ঢাকা ছাড়ার কথা।
দুই ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত করতে নামছে লিটনের দল
ঘরের মাঠে সফরকারী নেদারল্যান্ডসের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে সহজ জয় পেয়েছিল বাংলাদেশ। তিন বিভাগেই দাপুটে পারফরম্যান্স দেখিয়েছিলেন টাইগাররা। বিশেষ করে তাসকিন আহমেদ, লিটন দাস ও মোহাম্মদ সাইফ হাসান ছিলেন জয়ের মূল নায়ক।
সেই জয়ের ধারাবাহিকতা ধরে রেখে আজ সিরিজ জয় নিশ্চিত করার লক্ষ্য নিয়ে দ্বিতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হচ্ছে দুই দল। ম্যাচটি শুরু হবে সোমবার সন্ধ্যা ৬টায়, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।
প্রথম ম্যাচে আত্মবিশ্বাসী পারফরম্যান্সের পর বাংলাদেশ একাদশে বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। আগের স্কোয়াড নিয়েই মাঠে নামছে লিটন দাসের নেতৃত্বাধীন দল।
বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান তামিম,পারভেজ হোসেন ইমন,লিটন কুমার দাস (অধিনায়ক ও উইকেটকিপার), মোহাম্মদ সাইফ হাসান,তাওহীদ হৃদয়,জাকের আলি অনিক,শেখ মাহেদী হাসান, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান,নাসুম আহমেদ, তানজিম হাসান সাকিব
সিরিজে এগিয়ে থাকা বাংলাদেশ যদি আজও জিতে যায়, তাহলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করবে লিটন দাসের দল। দর্শকদের নজর থাকবে আজও সেই তিন বিভাগে, ব্যাটিং, বোলিং ও ফিল্ডিংয়ে যেখান থেকে এসেছে প্রথম ম্যাচের জয়ের রসদ।
লিওনেল মেসির ইন্টার মায়ামির লিগস কাপ জয়ের স্বপ্ন ভেঙে গেছে সিয়াটল সাউন্ডার্সের বিপক্ষে হারের মাধ্যমে। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনভিত্তিক দলটির কাছে ৩-০ গোলে পরাজিত হয়ে ট্রফির লড়াই থেকে ছিটকে পড়ে মায়ামি, আর মেসির ক্যারিয়ারে যোগ হয় আরও একটি ‘ফাইনাল হার’এর অধ্যায়।
ওসাজে ডি রোসারিও, আলেক্স রোলদান এবং পল রথরকের গোলে দারুণ জয় তুলে নেয় সিয়াটল। যদিও ইন্টার মায়ামি দ্বিতীয়ার্ধে কিছুটা আক্রমণাত্মক রূপে ফিরেছিল, কিন্তু গোলের মুখ খোলার মতো কার্যকরী কিছু করতে পারেনি। লিওনেল মেসিও এবার শিরোপার স্বাদ থেকে বঞ্চিত থাকলেন।
এই হারের পর ফুটবলপ্রেমীদের মনে প্রশ্ন জেগেছে, শেষ কবে ফাইনালে হারের স্বাদ পেয়েছিল মেসি?
স্মরণ করিয়ে দেওয়া যায়, ২০২১ সালের জানুয়ারিতেই শেষবার ফাইনালে পরাজয়ের স্বাদ পেয়েছিলেন তিনি, তখন বার্সেলোনার হয়ে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে অ্যাথলেটিক বিলবাওয়ের কাছে ৩-২ গোলে হেরে গিয়েছিল কাতালান ক্লাবটি। ওই ম্যাচেই বার্সার হয়ে প্রথমবার লাল কার্ড দেখেছিলেন মেসি, প্রতিপক্ষ খেলোয়াড় ভিলালিব্রেকে আঘাত করার জন্য।
নতুন এই পরাজয়ে মেসির ফাইনালে হারের সংখ্যা দাঁড়াল ১৩-তে। এর মধ্যে ৬টি আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে, তিনটি কোপা আমেরিকা, একটি বিশ্বকাপ এবং দুটি বয়সভিত্তিক টুর্নামেন্টে। বার্সেলোনার হয়ে হারেন ৪টি ফাইনালে, যার মধ্যে রয়েছে স্প্যানিশ সুপার কাপ, কোপা দেল রে এবং উয়েফা সুপার কাপ। আর ইন্টার মায়ামির হয়ে এটি তার প্রথম ফাইনাল হার যা তার যুক্তরাষ্ট্র অধ্যায়ে দুঃখের নতুন ছাপ হয়ে থাকল।
তবে মেসির ক্যারিয়ারের সামগ্রিক পরিসংখ্যান এখনও তাকে ফাইনাল মঞ্চে অন্যতম সফল খেলোয়াড় হিসেবে উপস্থাপন করে। মোট ৪৪টি ফাইনালে অংশ নিয়ে তিনি জিতেছেন ৩১টি, হেরেছেন মাত্র ১৩টিতে। এই ম্যাচগুলিতে তার গোল সংখ্যা ৩৭ যা তার অসাধারণতা আবারও প্রমাণ করে।
আর্জেন্টিনার হয়ে তিনি খেলেছেন ১০টি ফাইনাল (অলিম্পিক ও অনূর্ধ্ব-২০ বিশ্বকাপসহ), যার মধ্যে ৬টিতে পেয়েছেন শিরোপা। তবে সিয়াটলের বিপক্ষে ইন্টার মায়ামির জার্সিতে এই প্রথমবার ফাইনালে হার হয়তো মেসির মন থেকে সহজে মুছে যাবে না।
শেষ ম্যাচ হারের পর এশিয়া কাপ থেকে ছিটকে গেল বাংলাদেশ
বাংলাদেশকে ৫-১ গোলের বড় ব্যবধানে হারিয়ে এশিয়া কাপের সুপার ফোর নিশ্চিত করেছে বর্তমান চ্যাম্পিয়ন কোরিয়া। র্যাংকিং এবং শক্তিমত্তা দুই দিক থেকেই বাংলাদেশের চেয়ে ঢের এগিয়ে ছিল দক্ষিণ কোরিয়া। ‘বি’ পুল থেকে তাদের সঙ্গী হয়েছে মালয়েশিয়া।
ভারতের রাজগীর স্পোর্টস কমপ্লেক্সে প্রথম দুই কোয়ার্টারে কোরিয়ার আধিপত্যের সামনে দাঁড়াতে পারেনি বাংলাদেশ। ৯ মিনিটে বৃত্তের ভেতর থেকে দারুণ এক শটে কোরিয়াকে এগিয়ে দেন সন ডাইন। দুই মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন তিনি। ১১ মিনিটে পেনাল্টি কর্নার থেকে ইয়াং জি হুনের ড্রাগ ফ্লিক বাংলাদেশ গোলরক্ষক বিপ্লব কুজুর ঠেকিয়ে দিলেও ফিরতি শটে সন ডাইন ঠিকই খুঁজে নেন জাল।
১৩ মিনিটে বাংলাদেশ পেনাল্টি কর্নার পেলেও আশরাফুল ইসলামের ড্রাগ ফ্লিক সহজেই ঠেকান কোরিয়ান ডিফেন্ডাররা। দ্বিতীয় কোয়ার্টারের শুরুর মিনিটে ফিরতি শটে গোলের দেখা পান লি সিউং উ। ২২ মিনিটে জটলার ভেতর থেকে দুর্দান্ত এক রিভার্স হিটে দলের চতুর্থ গোলটি করেন ওহ সি ইয়ং। একই মিনিটে পেনাল্টি কর্নার থেকে বাংলাদেশের হয়ে ব্যবধান কমান সোহানুর রহমান সবুজ। ২৯ মিনিটে আবার পেনাল্টি কর্নার পেলেও তা কাজে লাগাতে ব্যর্থ হন আশরাফুল।
তৃতীয় কোয়ার্টারে কোনো দলই গোলের দেখা পায়নি। চতুর্থ কোয়ার্টারে রক্ষণের দিকেই বেশি নজর দেয় বাংলাদেশ। তবে ৬০ মিনিটে খেলা শেষ হওয়ার হুটার বাজার আগে পেনাল্টি স্ট্রোক পায় কোরিয়া। সেখান থেকে ব্যবধান ৫-১ করেন কোরিয়ার ইয়াং জি হুন।
দ্বিতীয় টি-টোয়েন্টিতে অপরিবর্তিত থাকতে পারে বাংলাদেশ একাদশ
ঘরের মাঠে সফরকারী নেদারল্যান্ডসের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে দারুণ জয় পাওয়ার পর আজ দ্বিতীয় ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ দল। সন্ধ্যা ৬টায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ও গুরুত্বপূর্ণ ম্যাচটি অনুষ্ঠিত হবে।
প্রথম ম্যাচে তিন বিভাগেই দাপুটে পারফরম্যান্স দেখিয়েছিল টাইগাররা। বিশেষ করে তাসকিন আহমেদ, লিটন দাস, ও সাইফ হাসান ছিলেন জয়ের মূল নায়ক। ফলে আজকের ম্যাচে একাদশে বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা নেই—এমনটাই আভাস দিয়েছেন সহকারী কোচ সালাউদ্দিন।
রোববার অনুশীলনে একাদশের বাইরে থাকা কয়েকজন ক্রিকেটারকে প্রস্তুতিতে দেখা গেলেও কোচিং স্টাফের ভাষ্য অনুযায়ী, এখনই পরীক্ষা-নিরীক্ষার সময় নয়। সালাউদ্দিন বলেন, ‘এটা আন্তর্জাতিক ক্রিকেট। এখানে জিততে হবে, কাজেই যা দরকার, আমরা সেটাই করব।’
তবে একমাত্র পরিবর্তনের সম্ভাবনা রয়েছে ওয়ার্কলোড ব্যবস্থাপনা ঘিরে। গত ম্যাচে ৪ ওভারে ২৯ রান দিয়ে ২ উইকেট নেওয়া তাসকিন আহমেদকে বিশ্রামে রাখা হতে পারে। সে ক্ষেত্রে দলে আসতে পারেন নাসুম আহমেদ।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ:
তানজিদ হাসান তামিম
পারভেজ হোসেন ইমন
লিটন দাস (অধিনায়ক)
সাইফ হাসান
তাওহীদ হৃদয়
জাকের আলী অনিক (উইকেটরক্ষক)
শেখ মেহেদী হাসান
রিশাদ হোসেন
তাসকিন আহমেদ / নাসুম আহমেদ
মুস্তাফিজুর রহমান
শরিফুল ইসলাম
আজকের ম্যাচ জিতলেই সিরিজ নিশ্চিত করবে বাংলাদেশ। তবে উইনিং কম্বিনেশন অক্ষুণ্ন রেখে আরও একবার দলীয় পারফরম্যান্স দেখাতে পারলেই টাইগারদের জন্য তা হবে বাড়তি আত্মবিশ্বাসের রসদ।